মেয়েটি আমার দিকে তাকিয়ে ছিলো
অপলক দৃষ্টিতে, ঠোঁটে তার মিষ্টি হাসির রেশ,
আমি লিখছিলাম নিজ মনে,
চোখ তুলতেই নয়ন ফিরিয়ে নিলো অন্য দিকে
তার দৃষ্টিতে ছিল অনেক কৌতুহল
হয়তো অনেক প্রশ্ন, নতুবা একটু পরিচয়।


আবার দেখা এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়
গ্রন্থাগারের বারান্দায়,অপেক্ষায় এদিক-ওদিক,
আমি পড়ছিলাম শান্ত মনে,
গিয়ে দাঁড়ালাম পাশে,অনায়াসে একটু হেসে,
একটু লজ্জায় আঁচল টেনে বুক ঢেকে
শুধায় কেমন ছিলে এতদিন, একাকী এভাবে।


বলি,আমায় নিয়ে চিন্তা কেন তোমার
তুমি কি ভালোবাসো আমায় নাকি করুণায়,
নত শিরে দাঁড়িয়ে বাঁকা চাহনিতে,
বললো ভালোবাসার প্রশ্ন-ই কেন উঠে এবার
অনেক বেশি ঘৃণার পাত্র তুমি আমার
তোমায় দেখে বাড়ে তাই, তাকাই অবহেলায়।


উৎফুল্লের জোয়ারে ভাসে আমার দু'চোখ
ভালোবাসা আর ঘৃণা এক সাথে এটাইতো সুখ
মন থেকে ভালোবাসা মন থেকেই হয় ঘৃণা  
মস্তিষ্কের অজস্র কণায় তাদের অস্তিত্ব কি'না  
একই সাথে মনে গভীরে দুটোর'ই বসবাস
একধারে জীবন তৃপ্ত অপর পাশে সর্বনাশ।
___________________
জন্মকাল: শীত সকাল  ১০.০৫ মিনিট
৩ জানুয়ারি বৃহস্পতিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
২০' এ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®