কেউ একজন ভুল করে হাত ধরে বলেছিলো  
আমি তোমাকে আর ভালোবাসি না
কেউ যায়, কেউ আসে,
কেউ আবার হারিয়ে পড়ে ঘূর্ণাবর্তে
আমি দেখেছি তাদের যাদের কেউ মনে রাখেনি আমায়,  
আমি শুনেছি তাদের কথা
যাদের কেউ একজন মনে করে বলেছিলো
আমি তোমাকে আর ভালোবাসিনা
তাদের মনে রাখতে চাইনি
আমি ভাবিনি কখনো জীবন বাতায়নে ঝরবে অশ্রু
জীবনের সব সব গ্লানি মুছে দিয়েছিলাম
তোমার এক ইশারার আড়ালে
অথচ বারবার এই মনে এসে উঁকি মারে সেই কষ্টগুলো।
এ মন, সেই মনের কাছে হাত পাতে
ভালোবাসায় মনও ফিরিয়েছে অনেক বার
তাদের কথা শুনিনি কোনকালে
তবু আমি বারবার মনের কাছে মন চাইছি,
ভালোবাসার দেখা পাবো বলে,
তবু মন, বিচিত্র মন ফের ভুল করে,
ভুল করে ভালোবাসে কোন ভুল হাত ধরে
ভালোবেসে কাছে গিয়ে থমকে যায়
আবার ভালোবাসে
শুনেছি, ভালোবাসার কাল মধুর কোনো এক স্মৃতি দিয়ে যায়,
শুধুই দিয়ে যায়-কষ্ট,হাহাকার, অশ্রু
যখন দিন গড়িয়ে রাত আসে সন্ধ্যার হাত ধরে।
রাতের শরীরে বাস যার সে কানে কানে বলে
কেউ একজন ভুল করে হাতে হাত ধরে বলেছিলো
আমি তোমাকে আর ভালোবাসি না!
___________________
রচনাকাল: উজ্জ্বল দুপুর ১.৪৫ মিনিট
৭ মে শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ  
২৪-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®