কেউ কেউ তো থাকে'ই এমন
যার কোন বাড়ি থাকে না
কোন ঘর থাকে না
নিঃসঙ্গ জীবনে কোন সঙ্গী থাকে না
রাতের আঁধারে অশ্রু মোছার কোন আঁচল থাকে না
অস্তিত্বের অনুভবে কোন ভালোবাসা থাকে না
অগণিত মানুষের ভিড়ে
নিজের কোন মানুষ থাকে না
তৃষ্ণার্ত বুকের আলিঙ্গনের কোন বুক থাকে না
নিভৃত শয়নে সুবাসিত কোন ফুল থাকে না
নিঃশ্বাসের নিবিড় নিস্তব্ধতায়
কোন উষ্ণতা থাকে না  
শিশির সিক্ত প্রভাত শয়নে কোন স্বপ্ন থাকেনা
অভিসারের আঙিনাতে বৃষ্টি ভেজা
কোন সন্ধ্যা থাকেনা  
সময়ের গল্প খাতায় কোন যবনিকা থাকেনা
কম্পিত ঠোঁটের অভীষ্টলাভের কোন প্রয়াস থাকেনা
শুধুই থাকে অবুঝ সজীব অব্যক্ত প্রত্যাশা
কেউ কেউ তো থাকে'ই এমন
দেখছো যেমন
তেমনই এ মন
__________________
জন্মকাল: শীত সকাল ৮.২৫ মিনিট
৩০ ডিসেম্বর শনিবার ২০১৭ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®