দিনের ম্লান আলো সন্ধ্যা ছুঁই ছুঁই
ঈশান আকাশ কালো করে জমেছে মেঘ
হঠাৎ একটু গর্জন হৃদপিণ্ডের গভীরে
আমি দাঁড়িয়ে আছি উদাসী মেরুতে
দু'চোখের পাতায় নিয়ে এক জীবনের স্বপ্ন  
ছোট ছোট আল্পনা এঁকে মনের ক্যানভাসে।


কি কারণে হঠাৎ মুহূর্তের জন্য দু'চোখে
নিমিষে পায়ে অলসতার শিকল পরিয়ে গেলো  
জেগে উঠা সোনালী আশা হারিয়ে গেলো
মেঠো পথের আঁকে বাঁকে অবেলায়
অনির্দিষ্ট বসন্তের বৈরি হওয়া  
অনাবিল ঢেউ তুলে তরঙ্গের প্রবল দ্বীপে।


হিমেল কুয়াশা ভরা ভোরের উৎসবে
নিত্য দিনের সঙ্গী সেই হৃদপিণ্ডের স্পন্দন
এক কৌতূহলে জড়িয়ে আমার সাথে
নিজেকে উৎসর্গ করে যায় নীরবে নিস্তব্ধতায়।


সাঁঝ বাতি ছিল আলোতে ঝলমল করছিলো
চোখের সামনে শ্রদ্ধাবনত চেষ্টা করছিলো
কয়ের জন মানুষ স্রষ্টার সৃষ্টির পবিত্রতা নিয়ে
মুখোশের আড়ালে শুধুই অনুভূতি ছিল
দুর্গম পথ অতিক্রম করার দুঃসাহসী প্রণয় নিয়ে
পরিচ্ছন্ন হৃদয়ে সুবাস নিয়ে ফুলের মেলায়।
  
ভয় করোনা আমরা সচেতন তোমার পাশে
যেখানে রাখতে হবে আকাশ ছোঁয়া বিশ্বাস মনে
মন চলে যায় দুর্বার গতিতে তাদের কথোপকথনে
ধীরে ধীরে ফিরে আসি নিজের অস্তিত্বে  
খেয়ালি মনের মন্দিরে দুঃসাহসিক অভিযানে
দুরারোগ্য ব্যাধির মায়া জাল ছিঁড়ে।
_____________________
বৃহস্পতিবার  ১৬ ভাদ্র  ১৪২৪ বঙ্গাব্দ
Thursday 31 August 2017 খ্রীস্টাব্দ
Al-Khamīs ৯ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®