এ'যে অচেনা শহর, এ শহর আমার নয়
জানিনা কোথায় যেতে চাই, কোনো ঠিকানায় জানা নেই,  
আমি অযাচিত ভাবনার প্রবাহে
সংকুচিত হতে হতে গুটিয়ে যেতে থাকি
শ্রান্ত সায়াহ্নে,গোধূলির বেলাভূমিতে
ছিন্নমূল কিছু খেয়াল'হীন কথোপকথনের আড়ালে।


মনের হতাশা গুলো বন্দী হয় শঙ্খনীল কারাগারে,
বুকের পাঁজর জুড়ে থাকে পঙ্কিল প্রহরের সেই  
লেলিহান ভালোবাসার বিধ্বস্ত গল্পগুচ্ছ
তবুও আনমনে ভিজে যাই সোনামুখী রৌদ্র স্নানে
আমি জানি,একটা আবেগহীন হৃদয় নিয়ে
হেঁটে যেতে হবে দ্বিধাহীন ভাবে-এভাবেই
আগামী সূর্যের তেজস্ক্রিয় বিকিরণে।


আমার খুব মনে পরে-
তোমার চঞ্চলতাগুলোর ঢিল যখন ছুঁড়ে দিতে
আমার মনের নিথর শিথিলতায়,
নদীর জলে ঢেউয়ের মৃদু কম্পনগুলো
যেভাবে আড়াল করতো আমার মনের ইচ্ছেগুলো
সেখানটায় ছিলো আমার নিরেট ভালো লাগা।


জানো, আজকাল আমি খুব অন্যরকম হয়ে গেছি
নিজের সাথে নিজেই কথা বলি দর্পণে দাঁড়িয়ে
নিজেকে কিছু অবাঞ্ছিত প্রশ্ন করি,
তখন খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হয় তোমার কাছে
চলেই যদি যাবে ছেড়ে,তবে কেন এসেছিলে
আমার সাজানো গোছানো জগত টা এমনি করে
এলোমেলো করে দিতে,  
আমি'তো চেয়ে ছিলাম আগলে রাখতে তোমায়
দু'চোখের কার্নিশে,হৃদয়ের সোনালী ফ্রেমে।
__________________
রচনা :শীতল সন্ধ্যা ০৭.৪৫ মিনিট
১-ই  ফাল্গুন ১৪২৭  বাংলা
১৪ ফেব্রুয়ারী রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®