আমি কি করে তোমার সঙ্গী হবো !!!
তুমি নীলাভ সাগরের দুরন্ত উত্তাল উল্লাসী ঢেউ,
আমি সৈকতের ধুলো মাখা ক্লান্ত বাতাস।
তোমার স্পর্শে কাননে কাননে পুস্প ফোটে,
আমি ঝরে যাওয়া বিকেলের ফুল।


আমি কি করে তোমার সঙ্গী হবো !!!
তুমি জীবন দিগন্তের স্বপ্ন মাখা সুখের হাতছানি,
আমি জীবন পথের এক শ্রান্ত পথিক।
তুমি বসন্তের রক্তিম আঁকা মাধুরী মালা,
আমি শরতের আধো ভেজা ধুলো।


আমি কি করে তোমার সঙ্গী হবো !!!
জীবন দীপ্ত প্রভাত হেসে উঁকি দেয় তোমার দ্বারে,  
আমি ঘন আঁধারের নির্বাক মুসাফির।
তোমার পায়ে চুমো দিয়ে যায় নক্ষত্র রাশি,
আমি অমাবস্যা প্রহরের ভ্রান্ত আশা।


আমি কি করে তোমার সঙ্গী হবো !!!
তোমার চোখের তারায় ভবিষ্যতের শত স্বপ্ন হাসে,
আমি অতীতের এক ছেঁড়া কাব্য কথা।
তোমার ঠোঁটে হাসে উজ্জ্বল নবীন প্রভাত,
আমি জীবন সন্ধ্যার নেভানো প্রদীপ।
_______________
০৩/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®