তোমায় কি দেবো আমি এই জীবনের সর্পিল পথে
কিছুইতো নেই আমার চারপাশে,
নেই বৃষ্টি, নেই স্নিগ্ধতা,নেই দেবতার বর,
নেই লক্ষীর পদ্ম আসন,নেই স্বরস্বতীর হংস সিংহাসন,
জুঁই ফুলের গন্ধ নেই,নেই আতর লোবানের ছায়া
নেই কোকিলের কুহুতান,নেই মায়া ঢাকা অলিন্দ
তোমাকে কি দেবো তোমায় আমি
কলম কালি কিছু নেই,কবিতা নেই, চিঠি নেই,
শব্দ গুচ্ছরা হারিয়েছে তেপান্তরের নিঃস্তব্ধতায়।

একটি জীবন আছে সেটাও আজ নির্বাসিত
যে জীবনে প্রাণ নেই, নেই কোনো প্রত্যাশার অভিলাষ
নেই আবেগী অভিসার,নেই প্রজাপতির বর্ণিল মুগ্ধতা,
নেই সময়ের আবির্ভাবের কোনো পূর্ণতা
তোমাকে এখন কি দেই, ভেবে আমি নির্বাক
শুধু দিতে পারি হৃদয়ের পুষ্পিত সিমানা থেকে,
মহুয়া লক্ষিন্দরের এক মুঠো প্রেম,
অকৃত্রিম কৃষ্ণের বাঁশি রাধিকা ভুলাবার,
আরো দিতে পারি মন বনের নিরঙ্গি কিছু ঝরা পাতা।


তোমাকে দেবার কিছুই নেই,যদি তুমি ইচ্ছে করে,
তুমি আমি হয়ে যাবো একাকার
আমি শুধু দিতে পারি আমকেই বিলিয়ে
তোমার মায়াবী চরণের স্মরণে।
___________________
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®