কবিতা তুমি এসেছিলে,
কোন এক নীরব ফাল্গুনের দিনে,
শরৎ আকাশের শুভ্র কাশফুলের বনে।


কবিতা তুমি এসেছিলে,
কখনো পৌষের শিশির সিক্ত দানায়,
সপ্তবর্ণা সাজে প্রজাপতির বর্ণিল ডানায়।


কবিতা তুমি এসেছিলে,
কখনো রক্তাক্ত বাসন্তী শিমুলের ডালে,
রূপসার বুকে তরীর আধো ছেঁড়া পালে।


কবিতা তুমি এসেছিলে,
কখনো নীলাভ সন্ধ্যা প্রদীপের ছায়ায়,
প্রেয়সীর অপেক্ষার অশ্রু ভেজা মায়ায়।


কবিতা তুমি এসেছিলে,
মনের প্রাঙ্গণে জ্যোৎস্নার স্নিগ্ধতায়,
নৈঃশব্দের দ্বিপ্রহরে পূর্ণিমার মুগ্ধতায়।  


কবিতা তুমি এসেছিলে,
কখনো প্রথম বৈশাখী তুমুল ঝড়ে,
সেঁজুতির বেশে স্বপ্নের নির্জন বালুচরে।

কবিতা তুমি এসেছিলে,
কখনো মনভুলা স্মৃতির ছিন্ন পাতায়,
হৃদয়ের উঠোনে অশ্রু জড়ানো খাতায়।
______________________
জন্ম সময়:অলস দুপুর ১.২৫ মিনিট
১৮ ফেব্রুয়ারি রবিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®