যাপিত জীবনের সুখগুলো লিখেদেয় ধূসর কালিতে
দুঃখগুলো লিপিবদ্ধ করে গভীর নীল আঁচড়ে
কিছু কিছু অনুভূতি যখন খুব বেশি আপন মনে হয়
তখন হৃদয়ের সাদা কাগজের বুকে ঝরে
বিষাদ ছড়ানো কয়েক ফোঁটা বৃষ্টি।


কাব্যময় জীবনের ইতিবৃত্তি হাতের মুঠোয় নিয়ে
কালের গর্ভে বিলীন হয়ে যায় স্বপ্নীল স্বরলিপি,
কখনো কখনো কবিতার শরীর জুড়ে জাগে
অনাকাঙ্খিত পূর্ণিমার শুভ্র প্রভা
মহুয়ার আগুনে জ্বলে জীবনের ব্যাকরণ।


আঁধার রাতের বিছানায় একাকী থাকার মুহূর্তগুলো
তরুণ স্বপ্ন হয়ে বেঁচে থাকে চাদরের ভাঁজে
কবি আর কবিতার প্রেম বিড়ম্বিত প্রহরে ঘুমায়
রোদেলা সমাধির পূর্ণেন্দু সোঁদাগন্ধী শরীরে
অতীত কখনোই ফিরেনা বাস্তব পাতায়।


আর কবির স্বপ্ন !! বেঁচে থাকে যাপিত জীবনের
অস্পষ্ট পাণ্ডুলিপির মুছে যাওয়া লেখার আড়ালে
নোনাজলের স্রোতে ভেসে যায় চোখের কাজল
দিকচিহ্নহীন নাবিক হয়ে জীবন সাগরে  
স্বপ্ন ও অনুরাগ রেখে যায় সময়ের উপকূলে
____________________
জন্ম সময়:অবসন্ন রজনী ১০.৪০ মিনিট
২১ এ জুন বৃহস্পতিবার  ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®