কখনো কখনো কলমের একটি আঁচড়ে
বদলে যায় ইতিহাস
পাল্টে যায় সময়ের প্রচলিত ধারা,
পরিবর্তন হয় সমাজ, সমাজের গতিপথ
কলমের দায়বদ্ধতা অনেক
স্বাধীনতা অনেক
কলম ন্যায়ের কথা বলে, সত্যের পথে চলে
মনের অব্যক্ত কথার আড়ালে
প্রেমের কথা বলে
ভালোবাসার কথা বলে,
কলম দিগন্তহীন পথের সাথি
কলম হাসে একমুঠো স্বপ্ন নিয়ে ঠোঁটে
বিরহ দিয়ে সাজায় নিশুতি আঁধারের গল্প।
কলম'কে জাগ্রত করতে দিতে হয় প্রাণ
কলমের কালি ছুঁয়ে নামে-
অনাবিল পবিত্রতা
কলমের দৃষ্টতা ধর্মে কর্মে সৃষ্টির সকল বর্ণে
তাই, কলম হোক জাতির মেরূদণ্ড
বিকৃত সমাজকে দেখাক সভ্যতার চিহ্ন
কলম করেনা মৃত্যুকে ভয়
করতে পারে সকল দুর্ভেদ্য'কে জয়
কলম চলে নির্দ্বিধায়-
তার নিজ গতিতে
কবির কলম হাতিয়ার স্বরূপ - প্রহরণ
কলমের বুকে কখনোই থাকে না প্রহসন
তবুও, কলম হাসায় কাঁদায় প্রতিক্ষণ।
দোহাই তোমাদের কখোনই করোনা
কলমের দ্বার রুদ্ধ,
কলম ছাড়া জয়ী হবেনা জীবন যুদ্ধ।  
____________________
জন্ম সময়:রুপালি সকাল ১১.৪৫ মিনিট
১৩ মার্চ মঙ্গলবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®