এ'কেমন অবিচার আমাকে ঘিরে
চেয়ে দেখো আমার বুকে গভীর নয়নে
শ্বাসরুদ্ধ ইতিহাসের বেদনায় ফেটেছে এই বুক
ফোঁটা ফোঁটা হয়ে ঝরেছে আমার অশ্রু
ফাঁসির কাঠগড়ায়,অস্বচ্ছ বিচারের দংশনে।


আমায় দিয়ে জীবনের শেষ বাক্য লিখে
ভেঙ্গে দাও আমার মুখ, চিরতরে
ক্ষমতার দাপটে যখন আমায় করো ব্যবহার
ন্যায়,অসহায়,অপরাধহীনতার বিরুদ্ধে
তখন হেমলকে আচ্ছন্ন হয় এই নীলকণ্ঠ প্রাণ।


বিধাতা আমায় করেছে সৃষ্টি একাকী
পৃথিবীর বুকে স্বাধীন হয়ে রচিতে নীতির কাব্য
ন্যায়ের পথে গর্জে উঠার শক্তি দিয়ে
নিঃস্বার্থে মানব কল্যাণের অঙ্গীকার নিয়ে,  
সকল বাঁধা বিপত্তির প্রাচীর ডিঙিয়ে।


আমি আজ অসহায়,ন্যায়পরায়নতার রুদ্ধ দ্বারে  
আজ ম্লান আমার ক্ষমতার দৃষ্টি শক্তি
মিথ্যাচারিতা, লোভ লালসার মায়া জালে
তিলকে করেছ তাল,আমার স্বাধীনতা হরণ করে
নিপীড়িতদের বিরুদ্ধে শিখিয়েছ রীতিনীতি।


আমি দাঁড়াবো তোমার বিপক্ষে শেষ বিচারের দিনে
কি নিদারুণ খেলা জমবে বিধাতার আরশিতে
আমার বুক বেয়ে যখন গড়িয়ে পড়বে
নিষ্পাপ অগণিত নিরপরাধীদের আর্তনাদ অঝোরে
তুমি ঝুলবে অগ্নিকাস্টে, বাকরুদ্ধ অনন্ত কাল।
____________________
রচনাকাল: আঁধার সন্ধ্যা ৭.৪৫ মিনিট
১১ মার্চ বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৬-ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®