খুব করে বলতে ইচ্ছে হয় তোমাকে !!
তোমার ওই স্থির চোখের তীক্ষ্ম অথচ সুগভীর চাহনি
এ যেন মাতাল করা এক অস্থির প্রণয়
যেন নীড় হারা নয়,নীড় বাঁধেনি এমন পাখি
নীড়ের সন্ধানে শশব্যস্ত।
আমার হৃদয়কে বিদীর্ণ করে নিমিষে
তখন  কি যেন বলতে ইচ্ছে হয় অনেক আবেগে
খুব ছোট একটা কথা অথচ খুব কঠিন,
তাই বলা হয়ে উঠে না কখনোই।
বিদীর্ণ হৃদয় শুধু ছাইয়ের মতো পুড়ে যায় শান্ত আভায়  
কিন্তু তার মাঝে যে চাপা আগুন আছে
তা বুঝতে দেয় না কাউকেই।
তোমার ওই স্থির চোখে তাকিয়ে আমি উদাস হই
আমার আর স্থির থাকা হয়ে উঠে না,
অজান্তে চোখের পাতা সিক্ত হয়ে উঠে অবিরত
তোমার অলক্ষ্যে চোখের জল আড়াল করি।
___________________
রচনাকাল: শান্ত সকাল ১০.১৫ মিনিট
২০-ই সেপ্টেম্বর সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ  
৫-ই- আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®