মাধবীলতা
তোমায় আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
একান্তই নিজের মতো করে নীরবে
তোমার কেশের ঘন আকৃতি
তোমার কপালের টিপ
তোমার মিহি ঠোঁটের সুগন্ধ
চোখের তারার গভীর আকুতি
কপোলের স্নিগ্ধতা
স্পর্শ করতে ইচ্ছে করে একান্ত আদরে।


মাধবীলতা
অনুভব করতে ইচ্ছে করে তোমায়
তোমার উষ্ণ নিঃশ্বাসের সুগন্ধ
ভাঁজ করা বুকের স্পন্দন
আঁচলের আড়ালের মায়াময় রূপ
আবৃত নাভির নিদর্শন
আরো দেখতে ইচ্ছে করে খুব
প্রাকৃতির গোপন রহস্য
যেখানে লুকানো আছে অনেক কিছুই।


মাধবীলতা
তোমার শরীরে নাকি হৃদয়ের স্বর্ণদ্বার আছে
আমি সেই পথ দিয়ে প্রবেশ করতে চাই
তোমার হৃদয়ের গভীরে
একান্তই তোমার হয়ে
ধীরে ধীরে হতে চাই পূর্ণাঙ্গ মানুষ
তোমার প্রেমের ছোঁয়ায়, তোমার আদরে।


মাধবীলতা
তুমিহীন আমি সত্যি অপূর্ণ
তোমার স্পর্শ দিয়ে আমাকে পূর্ণ করে দাও
পূর্ণ হোক জন্মের সার্থকতা
পূর্ণ হোক বেঁচে থাকার আসল মানে
পূর্ণ হোক জীবনের অনিন্দ্য স্বপ্ন
তুমি জড়িয়ে থাকো আমার সমস্ত অঙ্গে অঙ্গে
সত্যিকারের মাধবীলতা হয়ে।
___________________
রচনা :পরিশ্রান্ত বিকেল ৩.২৫ মিনিট
৩'এ জুলাই মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®