আমি কবিতার সঙ্গে বেঁধেছি প্রণয়ের বাসর
কবিতার সঙ্গেই শুয়ে এসেছি অনন্ত কাল চুপচাপ
আমি পাপ পূর্ণ বুঝি না-
আমি জানি কবিতাই আমার প্রাণ,
কবিতাই আমার ভালোবাসা,
ভালো লাগা,
অনাদিকালের সঙ্গী।
জীবনের ব্যর্থতায় খেই-হারানো প্রহরের পথিক হয়ে
বাসনার নিত্য নব রঙের দর্শক হয়েছি নীরবে  
আমার বাসনা কোনদিনও পূর্ণ হবে কি না অবান্তর সে কথা।


নির্জন অরণ্যের বাতাস এসে আমাকে বলে মধু গুঞ্জনে
আমার বুকে সুর আছে ভেসে যায় সুরের স্রোতে
সুধা আছে পান করে গুছিয়ে নাও জীবন
মানুষের ভালোবাসায় সিক্ত হও, ধন্য হও-পূর্ণ হও  
সাধুতা রেখে দাও অন্যদের জন্য।


কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক-জাবুর
সবটাতেই সুর আছে,
কবিতা আছে,
ভালোবাসা আছে,
অক্ষরবৃত্তে,কলাবৃত্তে,অন্তমিলে,ছন্দমিলে,মুক্ত ছন্দে।


আমি ভালোবাসি মানুষকে মানুষের মাঝেই থাকে ঈশ্বর
মানুষের মাঝেই কোরআন, বাইবেল,
গীতা,ত্রিপিটক-জাবুর-আযানের সুর  
মানুষের মাঝেই ঐশ্বরিক সৃষ্টি, স্রষ্টার বসবাস,  
মানুষের মাঝেই সুর,কবিতা,ভালোবাসা।  
মানুষের হৃদয়ের মাঝেই বাস করে,
আল্লাহ, ভগবান,যিহোবা,ঈশ্বর, ইল, ইলিয়া,
মোহাম্মদ,ঈসা,মুসা,কৃষ্ণ,গৌতমবুদ্ধ,আর কত কে,
সবার একই বাণী,মানুষকে ভালোবাসো নিঃস্বার্থে।
    
মানুষের ভালোবাসায় যদি সিক্ত না হয় মনো,
সৃষ্টিকর্তার ভালোবাসা তুমি পাবে না কখনো।
সূর্য উদয়,চন্দ্র উদয়,সবই ভালোবাসার দ্বান,
মানুষকে ভালোবাসলেই পাবে পরকালে সম্মান।
ঈশ্বরকে ভালোবাসা মানুষকে ভালোবাসা একই কথা
যদি সত্যিকারে ভালো তুমি বাসতে পারো,
অনন্ত কালে পাবে শান্তি, যদি মন থেকে বিশ্বাস করো।
_________________
রচনা: হলুদ বিকেল ৩.১৫ মিনিট
২ মার্চ  বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৭-এ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
২৯-ই রাজাব ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®