আমি আজ মানুষ খুঁজি,
অগণিত মানুষের ভিড়ে নির্দ্বিধায়,
কিন্তু কি আজব,
অমানুষ গুলো ঠিক মানুষের মতই দেখায়।
অবিকল সব, সেই হাত পা চোখ চুল এমন কি মুখমন্ডলও,
যদি হৃদয় খুলে দেখা যেত
তাহলে দেখতাম তাও কি এক ?


জীবনের বাস্তব পথে পদচিহ্ন হারিয়ে
সবুজ মানুষ হলুদ হলাম,
ঠিকানাবিহীন চক্রাধারে কুয়াশা ঘেরা স্বপ্নময় ঠিকানায়,
উদ্বাহু বাড়িয়ে কতো আকুতি নিয়ে খুঁজেছি মানুষ,
এই প্রত্যাশায় হয়তো-
পথের মাঝে কখনো হবে দেখা সেই যাচিত মানুষের।


প্রতিবার ফিরে এসেছি একমুঠো বিশুদ্ধ আনন্দ নিয়ে
নিজ সত্ত্বায় মানুষ হবো বলে,
জীবনকে বিমূর্ত প্রণয়কলার ভ্রান্ত সুতোয় গেঁথে
বুনেছি অজস্র দুর্ভেদ্য ধ্রুমজাল
অন্ধ মায়াময় নীরব সম্পর্কের একক সন্যাস বরণে
সময়ের পথগুলো ভরে গেছে অসময়ের
কঠিন বিষাক্ত বাস্তবতায়।


একি ! এ পথে পথিক!!
সেও কি মানুষ, নাকি মানুষের মত?
নির্মিলিত চোখে দেখছি আমি তার শরীরের প্রতিটি ভাঁজ,
মানুষের ঘৃণা আর অবহেলার কালো ছায়া ছুঁয়েছে কি তাকে,
হে পথিক তুমি বল তুমি কি মানুষ
না শুধুই রক্ত মাংসের গড়া শিক্ষিত জীব।


জীবনের ভ্রান্ত পথে-
হয়ত আবার কোথাও খুঁজে পাবো
আগামীর কোন দিশাহীন যাত্রীর সন্ধান,
আবার তার সঙ্গী হবো জীবনের পথে মানুষের খোঁজে,
দেখবো মানুষের মাঝে মানুষের খেলা,
জাতের মাঝে জাতের অবহেলা,
আর জনাকীর্ণ এই পৃথিবীর কোন স্থানে মানুষ আছে কি?


আজ খুব জানতে ইচ্ছে হয়,
মানুষ আর অমানুষের পার্থক্য কোথায়,
নাকি কি চিরদিন এভাবেই অজানা রয়ে যাবে
রহস্যাবৃত এই মায়া পৃথিবী,
আজ কাল আমার খুব অবাক লাগে
প্রশ্নবিদ্ধ হয় হৃদয়
আমিও কি বদলে যাচ্ছি প্রতি মুহুর্তে, প্রতি নিঃশ্বাসে,
মানুষ আর অমানুষের দ্বিধা দ্বন্দ্বে।
_______________
১২/০৫/১৫.......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®