মেঘ মল্লিকা!
তুমি শুনছো তো...
তোমাকে বলছি,তুমি জানো?
তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে
অনিন্দ্য প্রহরে একগুচ্ছ বেলি ফুলের মালা হাতে
ছুটে যেতে ইচ্ছে করে তোমার কাছে!
নূপুরের খসে যাওয়া ঝুনঝুনিটা আমার বুকে রেখে
ঝংকৃত হতে অহর্নিশি অমিয় অনুরাগে
জীর্ণ শীর্ণ পুরাতন প্রান্তরে প্রেম ঋতুর শুভ্র আঁচড়ে
রূপালী চন্দ্রিমার ক্যানভাসে।


মেঘ মল্লিকা!
আমার হাত দুটো বন্দী হওয়ার বায়না ধরে ভীষণ,
তোমার কোমল হাতের মুঠোয়
নতুন স্বপ্ন রচিত করতে পরলৌকিক রঙে
আমি ভাবি মনের দর্পণে দাঁড়িয়ে  
আমাদের অসংজ্ঞায়িত জগতে থাকবেনা কোন দ্বিধা  
থাকবে না ঘুনে ধরা অতীতের দংশন,
থাকবেনা কোন মৃত্যু আয়োজন!


মেঘ মল্লিকা!
চলনা দুজনে নির্বাসিত হই দূরের নীলকণ্ঠ ভুবনে  
প্রজাপতির উড়ন্ত নকশায় শুদ্ধতা পাক
গভীর রাতের শঙ্কিত শিহরণ
কারামুক্ত হোক চার অক্ষরের আদরে গড়া শব্দ
নীরব অপরাহ্ণে তোমার ঠোঁটে সমর্পিত হতে হতে
বলব ''মেঘ মল্লিকা" ভালোবাসি তোমায়
অস্পষ্ট লাজুক শব্দেরা আমার কণ্ঠ না রাঙালে
বুঝে নিও সেই না বলা কথা,


তারপর...
পাপ পুণ্যে'র ব্যবচ্ছেদে প্রজন্মান্তরে
সঞ্চারিত হবে কালজয়ী যুগল প্রেমের প্রাচুর্য
মেঘ মল্লিকা,তোমাকেই বলছি তুমি শুনছো তো??
___________________
রচনাকাল:ছুটির সকাল ১০.১০ মিনিট
৪ এপ্রিল  রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২১-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত