একটি মেয়ে!!!!
হ্যা একটি মেয়ে, তার নাম জানা নেই,
মেয়েদের আবার নাম হয় নাকি, তারা'ও কি মানুষ ?
ধর্মের দোহাই দিয়ে, সময়ের পর্দার আড়ালে,
মুছে দিয়েছে তার অস্তিত্বের স্বীকৃতি  
নিখোঁজ হয়েছে তার নাম, তার পরিচয়
আমি নিজেই তার নাম দিয়েছিলাম "মেহের নেগার"


সেই মেহের নেগার আজ ক্ষতবিক্ষত এক শহরের নির্বাক প্রান্তে
এক আর্তনাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে  শ্রান্ত নয়নে
নিষ্ঠুর চন্দ্রাহত রাতের নিদারুণ নীরবতায়।


আমি প্রথম দেখেছিলাম তাকে এক জোৎস্নাভেজা রাতে
এক আকাশ স্বপ্ন নিয়ে মরুভূমির বালুকায়,
অপেক্ষার প্রহর গুনতে থাকা অপলক চোখে
অভিমানের পাহাড় জমিয়ে রেখে হৃদয়ে কোণে।


তাকে ঘিরে মনের ক্যানভাসে লিখেছি কতশত কল্পকথা
নিদারুণ সৌন্দর্য নিয়ে হৃদয়ের তপ্ত আঙিনায়
এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল,
তার গোলাপি অধর বেয়ে গড়িয়ে পড়া জ্যোৎস্নাবিন্দু
নতুন কামনায় উদ্ভাসিত করেছিল আমার হৃদয়
একেই বলে হয়তো অদৃশ্যের বন্ধন,
হয়তো একেই বলে ভালোবাসা।


অতঃপর এভাবেই কেটে গেলো কতো শতাব্দী
আমার বিবর্ণতা এখন আলোকবর্ষের দ্বার প্রান্তে।

এখনো তাকে খুঁজে ফেরে আমার প্রত্যাশা,  
করুণ আর্তনাদ হয়ে চাঁদের অলিন্দে, মনের গালিচায়,
বলে চুপিসারে অদেখা অবয়বের কানে কানে,
ভালোবাসার হাতটি ধরে যখন ইচ্ছে ডেকে নিও
আমি চলে যাওয়া সময় নয় যে ফিরতে পারবো না।  
__________________
রচনা: উজ্জ্বল দুপুর ১২.১৫ মিনিট
২৫ ফেব্রুয়ারি শুক্রবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১২-এ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
২৪-ই রাজাব ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®