জমাট বাঁধা কষ্টের আস্তরণে আবৃত শব্দমালা
ভোর হতে বিকেলের মৌনতায় নীরব সঙ্গীত গেয়ে
ভেজাবালির বুকে ফুঁপিয়ে উঠে শব্দগুলো
কবিতার শৈশব নেমে আসে শতাব্দীর শরীর বেয়ে
শীতল স্রোতে নিরর্থক সম্পর্করা এভাবেই
মৃত্যু নামের হাতছানি দিয়ে যায় সমস্ত রক্ত প্রবাহে।


ঝাঁকে ঝাঁকে বিধ্বস্ত সংলাপ খসে পড়ে  
ভাঁজ করা পাতার নিচে ছাপা অক্ষরের চিৎকারে  
মন খেয়ালী চিঠির প্রচ্ছদে স্বপ্নের আল্পনায়
নিষ্পাপ স্বরলিপি মেঘমল্লার অনুভূতিহীন বৈভবে
শুক্লাপক্ষে বিনিদ্র কত ব্যর্থ কবিতারা
কিছু কথায় ধুলো ছড়িয়ে যায় ঈশানী বৃষ্টির বুকে।


সংজ্ঞাহীন চৈতন্যের অদৃশ্য পথে চলে যায়
স্পর্শকাতর যৌবনদীপ্ত ভালোবাসার কত মুহুর্ত
অভিমানি আলোর নোঙরে ফুঁপিয়ে কাঁদে
অস্তিত্বের লোমশ স্পর্শের মুগ্ধতা মাখা উন্মাদনায়
দেয়ালের বুকে ঝুলানো চিঠিগুলোর ক্রন্দন
মোহগ্রস্ত সময়ের বিপন্নতা নিয়ে হৃদয়ের গহ্বরে।
___________________
জন্মকাল: শীত সকাল ১১.০৫ মিনিট
১০ জানুয়ারি বৃহস্পতিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
২৭' এ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®