জীবন প্রেমের নাটকে কি চরিত্র ছিল আমার
পর্দার আড়ালে গোপন বৈঠকে বসে  
সংলাপ গুলো ঠোঁট ঠোঁটে শিখিয়ে দেয়া
প্রথম দৃশ্যে কতো ছিল প্রণয় ভালোবাসা
দ্বিতীয় দৃশ্যে নিষিদ্ধ হলো সব প্রেম
শেষ দৃশ্যে এসে নাটকের পুরোটাই নাটক হয়ে-  
ঘুমিয়ে গেলে ভুল অধ্যায়ের সোনালী ফ্রেমে।


মুখে নানা রঙ মেখে রঙ্গমঞ্চে পালার পরিচ্ছেদগুলো
এক আর্তনাদের বিউগল বাজায় সূর্য ডোবার সাথে সাথে
হৃদয় উৎসারিত রঙের অজস্র বাহানা নিয়ে
চেয়ে দেখি আমার ছবিটার দিকে গভীর নয়নে
সব আগের মতোই আছে কোথাও নেই কোন ক্লান্তির দাগ
শুধুই বদলে গেছে কালের ইতিহাস।


আমি  আমার মুখোশ পাল্টাতে পাল্টাতে
আনন্দ উপহাসের খেলা দেখিয়ে  
পাঠ বদলাতে বদলাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরে
আর এক বার দেখি আয়নায় নিজের অবয়ব
উঁহু! একদম বদলায়নি পুরনো চেহারা
শুধু সন্ধ্যা নেমেছে মার্জিত চামড়ার ভাঁজে।


বিলুপ্ত এক অনবদ্য কাহিনির লোভে  
আমি ছুটে আসি বারংবার পরিচিত আয়নায়
হ্যাঁ! তবুও পড়েনি ভাঁজ আজো ছবির অন্তরালে
শুধুই লুকিয়ে গেছে লুটোপুটি করে নিশ্চুপ
জীবনের প্রেম ভালোবাসার কিছু অনিন্দ্য স্বপ্ন
অবাঞ্ছিত মুখ ও মুখোশের অন্তরালে।  
___________________
রচনাকাল: নিবিড় সন্ধ্যা ৬.৫০ মিনিট
১৩ মার্চ শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৮-ই  ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®