যদি মনের অজান্তে ছুটে যাই
তোমার অজানা শহরের অজানা পথে
যদি নাম ধরে ডাকি তোমায় ভালোবেসে
তুমি কি সাড়া দেবে জালানায় এসে,
যদি বসন্ত বাতাসের মৃদু গুঞ্জন হয়ে
নিভৃত বাতায়নের পর্দা সরিয়ে
ছুঁয়ে যাই তোমার কপোল আলতো স্পর্শে
তুমি কি ভালোবেসে জড়াবে আমায়,
যদি কখনো অচেনা ঠিকানা থেকে
নামহীন প্রেরকের কোন চিঠি উড়ে আসে
তোমার বৃষ্টি ভেজা আঙিনায়
প্রেমভরা নয়ন ভরে পড়ে নিয়ে তুমি
আমার অস্তিত্ব পাবে খুঁজে প্রতি আঁচড়ে।
_________________
রচনা : স্নিগ্ধ সকাল ১.১৫ মিনিট
১৪ অগাস্ট বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®