জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে,
তবুও কেন প্রেমের নিগূঢ় অভিলাষ এই উষ্ণ অধরে
নিজেকে ভ্রান্ত ছলনায় ভুলিয়ে বেঁচে থাকা কেন এভাবে
কেউকি নেই প্রিয়, কেউকি নয় আপন,
তবে কার স্মরণে নিত্য প্রদীপ জ্বালি হৃদয়ের ছায়াকুঞ্জে,
সত্যি সবকি শুধুই ছলনায় ঘেরা পান্থ যাপন।

অতঃপর হঠাৎ এক ছায়ামূর্তির আবির্ভাব
চোখের পালক মুগ্ধ করে তপ্ত দীর্ঘশ্বাসের অলিন্দে,
বিমুগ্ধ আবেশে যৌবন রসে সিক্ত কে এলো এভাবে
এই মায়া নিয়ে উদাস মনের উন্মুক্ত প্রাঙ্গণে।


অস্পষ্ট ছায়া-ছায়া দেখলাম তাকে
প্রবল ইচ্ছে জাগলো মনে তাকে একটু ছোঁয়ার
এই প্রথম একাকিত্ব আমাকে দংশন  করে গেলো নীরবে
মিহি সমীরণ কানে কানে বলে গেলো
তোমার'তো এক থাকার কথা নয়,
এই একাকিত্ব ঘুচানোর জন্য অন্তত কাউকে সঙ্গী করো
কেউতো পাশে থাকুক নিঃশ্বাসের দূরত্বে
সারা জীবনের খামখেয়ালীর মূল্য কি করে দেবে তুমি
অন্তত জীবনের শেষ কটা দিন ভালো থাকো
কি হবে এ'সব লিখে, কাগজ কলম জ্বালিয়ে দিয়ে
কারো বুকে মাথা রেখে চোখ বুজে থাকো
তোমার চুলের ভিতরে অদৃশ্য সব আল্পনা এঁকে দিক
কারো ভালোবাসার পবিত্র এক নিবিড় স্পর্শ
তুমি ঘুমিয়ে পড়ো ধীরে ধীরে কারো হৃস্পন্দন শুনতে শুনতে
অন্তত একজন মানুষকে সুখী করো জীবনে।
____________________
রচনা: হলুদ শান্ত বিকেল ৬.৪৫ মিনিট
১৮ এপ্রিল সোমবার ২০২২ খ্রিষ্টাব্দ  
৫- এ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
১৭-ই রামাদান ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®