জীবন নির্ঝরে নীরবে কাঁদে কেন আজ
কি পাওয়ার আকাঙ্ক্ষা এতো তার
মনে কি এতো ইচ্ছে জাগে
উন্মাদী প্রতিবাদে কিসের তাড়নায়
অসীম তরঙ্গে ভাসায় ভাবনার ভেলা।


পথহারা পথিক ছুটেই চলে আশাহীন পথে
বিষণ্ণ মেঘমালার অযাচিত কল্পনায় ভেসে  
কতো কিছু আঁকড়ে ধরার আকুতি নিয়ে
অবিশ্বাসী নক্ষত্রলোকের মণ্ডপশালায়
বিষাক্ত ছোবলের দগ্ধ পায়ে।


অবসরের আয়না ভেঙ্গে স্মৃতির পাতায়
শৈশবের উঠোনে কতো স্বপ্নের মায়াজাল
আঁধারের বুকে জ্বালিয়ে প্রত্যাশার প্রদীপ
সুপ্ত আলিঙ্গনে ভেসে উঠে কাঙ্ক্ষিত সুখ
জীবনের নীরব দায়বদ্ধতা নিয়ে।


সময়ের পংক্তিমালার গভীর মায়াজালে
বহমান জীবনে ক্ষণিকের পথচলা মাত্র
আত্ম-প্রত্যয়ী মনোভাব নিয়ে  
অতৃপ্ত আত্মাকে বিসর্জন দিয়ে ছুটে চলা
ধূসর পদচারণার প্রস্তাবনায়।
____________________
লিখন কাল:একাকী দুপুর ১.৩০ মিনিট
২৩'এ ডিসেম্বর রবিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
০৯'এ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®