যখন আমাকে ঘরে তুলেছিলে তুমি
খুব পছন্দ করে নিজের মতো।  
আমি ছিলাম নতুন যৌবনের সুগন্ধ মাখা
মনোলোভা আকর্ষণের প্রতীক
তোমার শরীরের ঘামের সুবাস ছিল আমার অজানা
আমায় ঘিরে কতো যত্ন, কতো অভিনিবেশ
কতো রাত কেটেছে নির্ঘুম তোমার
আমার নরম শরীরের ভাঁজে
তুমি বেশ সদালাপী, আমায় পেয়ে খুশিতে আত্মহারা
কতো গল্প আমার সাথে নির্জনে
কতো কষ্টের অশ্রু ঝরেছে তোমার নয়ন বেয়ে আমার পাঁজরে
আমি স্বচ্ছন্দে শুষে নিয়েছি সব তোমায় ভালোবেসে
আমার নরম গোলাপি ঠোঁটে
যখন বারান্দার নিভৃত বাতায়ন দিয়ে
একচিলতে রোদ এসে পড়ত আমার কেশে
কতো আদরে বুকে করে নিয়ে যেতে আমায়
তোমার শয়ন কক্ষে একাকী।
এভাবেই খুব ভালো কাঁটছিল তোমার আর আমার সংসার
ধীরে ধীরে সময়ের প্রবঞ্চনায় বদলে গেলো সব-
কয়েক ফাল্গুনের পরে তুমি ফিরিয়ে নিলে মুখ
আমি পড়ে রইলাম একাকী ঘরের কোণে
সব আশা আকাঙ্ক্ষা বদলে গেলো নিমিষেই।


আজ আমার খুব জানতে ইচ্ছে করে
কার প্রলোভনে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে ডাস্টবিনে এভাবে!
কি দোষ ছিল আমার, এতো মায়া এতো ভালোবাসা
সবই কি স্বার্থের টানে ??
তোমার কি একটুও মন কাদঁলোনা আমায় ফেলে যেতে !!
___________________
রচনাকাল: নিবিড় সন্ধ্যা ৭.৫০ মিনিট
১৬ মার্চ মঙ্গল্বার ২০২১ খ্রিষ্টাব্দ
২-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®


বিশেষ দ্রষ্টব্যঃ আমার ১২ বছর পুরাতন কম্বল ব্যবহারের উপযোগী না থাকায় আজ ফেলে দিয়েছি,পিছু ডাকে তার আত্মকথন শুনতে পেলাম এভাবে।