একান্ত ভালবাসা ছাড়াই কেটেছে
আমার অনেক দীর্ঘ রজনী
কতবার বলেছি আমি ফিরে এসো
মনের জড়তা ছেড়ে এখনি।


তোমার আঁচলে বেঁধে দেবো
অযুত নক্ষত্রের রাজ্য ভূমি
বসন্তের আগমনে ফিরে এলো
ফেরারি পাখিরা এলে না তুমি।


রাত দুপুরে গভীর নিস্তব্ধতায়
কার্নিশ ধরে কোথায় হারালে
আমার ডাকে ঝরে গেল কত
তারা ঝাউ বনের আড়ালে।


কেটেছে কত সন্ধ্যা তুমিহীন
জীবনের ক্যানভাসের মেলায়
তুমি এসে স্মিত হাসির প্রলেপ
দিয়ে মুছে দাও অশ্রু জ্বালা।


নদীর স্রোতে অস্তগামী সূর্যের
পলকে খুঁজি তোমায় আনমনে
আমি ধীরে ধীরে মিলে যাই জীবন
তরঙ্গের ভিরে ক্ষণে ক্ষণে।


তুমি আমার হৃৎপিণ্ডের বিশ্বাসে
গাঁথা আমার নিঃশ্বাস
তুমি এসে দাও জীবনের প্রথম
ভালবাসার শেষ আশীর্বাদ।


কতনা যামিনী কামিনী হেঁটে
যায় জীবনের চোরাবালি পথে
আমার প্রেয়সী-মানসী একান্ত
গোপনে ছিলে আমার সাথে।


তোমাকেই চাই আমি শুধু আমার
মত করে আমার ভুবনে
এসো প্রেয়সী আমার নিষ্পাপ
হৃদয় নীড়ে সন্ধ্যা আগমনে।
_________________
( ১৭ জানুয়ারি’২০১৬ এথেন্স,গ্রীস )