বৃষ্টিস্নানে অনুরক্ত প্রেয়সী স্নিগ্ধ কুহেলিকায়,
রিক্ত মন দিবাস্বপ্নে ভাসে রাগের কৌশলতায়।  
ঈষৎ শৈত্যের বাহিকায় অঝোরে ঝরায় জল,
স্বীয়া চমকিত নয়ন পেতে স্বচ্ছ অপলা বিমল।


ক্রন্দন তৃষ্টা মিটিয়ে নীরবে একাকী বসে,
ফুসফুসের রুদ্ধ বায়ু নিঃসরণে।  
অতৃপ্ত তৃপ্তিতে নেমেছে নীরব গোধূলী
হৃদয়ে ব্যথ্যার আলিঙ্গনে।
ললাটে জমেছে বিন্দু বিন্দু ঘামের তপ্ততা,
এলোকেশে অবিন্যস্ত শীতল দেহে।
শিরদাড় বেয়ে নামছে এক অসহ্য শিহরণ,
পাঁজরের ভাঁজে বিষমাখা এক মোহে।

রক্তবিহীন মুখে মৃত্যুর অনাবিল হাসি হেসে,  
দ্বিধাবোধ নিয়ে আর কতদিন এভাবেই-
বঞ্চিত হবে কামনার ঢল।
চোখের মাঝে চির-অনন্ত অপ্রশান্তির ছায়া,  
স্বপ্নমাখা ঠোঁটের কোণে অদ্ভূত হাসিতে-
অপূরণের কষ্ট অবিরল।


পশ্চাৎমুখী স্বপ্নগুচ্ছ আজ কাঙ্ক্ষিত সবল চেতনায়,
পাপিষ্ঠ ধর্ষিত দুঃস্বপ্ন হৃদয়ে নির্লজ্জ কামনা জাগায়।  
কেমন উন্মাদনায় মত্ত চিরায়ত কি প্রবল হিংস্রতায়।
নিষ্পাপ মনের অলিন্দে জ্বলে জাহান্নামের তপ্ততায়।
_________________
রচনা: উজ্জ্বল দুপুর  ১.১৫ মিনিট
২৯ মার্চ মঙ্গলবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৫- এ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ
২৬-ই শাবান ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®