তোকে দেখবো বলে আমি আকাশ হবো
তাকিয়ে থাকবো শিশিরবিন্দু হয়ে তোর উঠোনে  
তোকে ছোঁবো বলে আমি বৃষ্টি হবো,
ঝরে পড়বো নিবিড় সন্ধ্যায় তোর টিনের চালায়  
আমি বাতাস হবো, মাটি হবো, রাত্রি হয়ে জড়িয়ে নেবো
জোনাকির আলিঙ্গনে মধু মালঞ্চে হেসে
সংকোচের সব বাঁধন ভেঙে অনায়াসে মুক্ত হবো  
অনিন্দ্য স্বপ্নগুলো বেঁধে দিয়ে তোর আঁচলে,  
ইচ্ছেগুলো রাঙিয়ে নিবো আপন মনের নব উল্লাসে
আমার সুখগুলো সব তোকে দিয়ে,
তোর দুঃখ সকল না’হয় আমি'ই নেবো।
যদি ইচ্ছে করিস আমার হবি? তাও তুই হতে পারিস!  
ভালোবাসার আবীর মেখে
হাত দুটি আমার ধরতে পারিস
একটা জীবন একটি ভেলায়, দুঃখ সুখে কাটিয়ে দেবো।
নইলে কোথাও হারিয়ে যাবো,
নীল তারাদের সাথী হবো,
খুঁজলে খুঁজিস আকাশ মাঝে
তোর রঙের যেই তারাটি, না'হয় সেই তারাটি আমি'ই হবো।  
___________________
রচনাকাল: ক্লান্ত রজনী ১০.৫৫ মিনিট
১৭ এপ্রিল শনিবার  ২০২১ খ্রিষ্টাব্দ
৪-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত