শুভ্র মনের ইচ্ছেগুলো বিমুগ্ধ আকাশের সীমানায় হেসে  
আনন্দ ভেজা চাঁদ হয়ে পূর্ণিমার দাবি রাখে
তারাগুলো সেখানে একজোট হয়ে মনের আনন্দে
সুর বাঁধে মোহিত হৃদয় বীণায়।
কখনো সেখানে ভাবনার ছেঁড়া সুতোগুলো
নীলচে নির্বাসনের কাছে জমা রাখে সব চুপিসারে
কুয়াশাভেজা হাসনাহেনার স্নিগ্ধ অনুভবে।
শহরের ব্যস্ততা মাখা অস্থিরতা ছেড়ে একটু নিরালায় এলে
তখন দূরের কোন পাড়াগাঁয় হাতছানি দিয়ে ডাকে
মাটির ঘরের খড়ের চালের ডগায় শিশিরদানাগুলো
কচু পাতায় জমা কুয়াশার টুপ'টাপ ঝরে পড়া বিন্দু হয়ে।  
সেই টাপুর টুপুরের মোহে মোহাচ্ছন্ন হলে
রাতটা যেন মাথার উপর বিছানো এক শীতলপাটি
তার উপর নকশী কাঁথা ছড়িয়ে শুয়ে পড়া
অবিমিস্রিত অবসন্ন দেহে।
শীতের প্রথম ভোরের আলোয়
হিমশীতল টাটকা খেজুর রসে মেতে উল্লাসে
দুপুরের সোনালী রোদে শাপলা দীঘির পাড়ে
কলমীলতার বুকে মৌমাছির গুঞ্জন,
সন্ধ্যায় পাখির মত কুড়িয়ে আনা কিছু খড়কুটো দিয়ে
আগুন জ্বালিয়ে, উষ্ণতার অনুভবে
দূর দিগন্তে আবার জেগে উঠে সেই জ্যোৎস্না ভেজা চাঁদ
নরম আলোতে উদ্ভাসিত আকাশ, মাটি,ও মন
হঠাৎ দেখা তারাখসেপড়া দূর অরণ্যের বুকে
মনের ভেতর থেকে জাগ্রত ইচ্ছেগুলো
এভাবেই বেঁচে থাকতে চায়,অনিন্দ্য কাল, আমরণ।
__________________
রচনা: রোদেলা দুপুর ১.৫০ মিনিট
২৬-ই জানুয়ারী বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১২-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
২৩-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️