কোন এক কুয়াশা ঘেরা আঁধারের বুক চিরে
সুললিত আযানের প্রতিধ্বনিত প্রহরে
ভোর পাখিদের নীড় ছাড়া কোলাহলের অপূর্ব মুখরতায়
অতৃপ্ত ভূবনের মিথ্যে আয়োজনে
কবে এসেছিলাম সেই স্মৃতি আজ প্রস্তর শ্রান্ত।


অর্ধ শতাব্দীর ফাল্গুন ঝরা কাননে
অস্থিরতায় ঘিরে থাকা শত প্রবঞ্চনার সৈকতে
ডুবেছে কত কল্পনার সাম্পান
রঙহীন ছেঁড়া পালে ঈগল বাতাসের দাপটে।


হঠাৎ করে ---
কে যেন অনুভূতির জানালায় উঁকি দিয়ে
এক হিম শীতল পুষ্পের ডালি সাজিয়ে
আমার নিভৃত দুয়ারে কড়া নাড়ে
চোখে নিয়ে অনিন্দ্য ভবিষ্যতের স্বপ্নের মণিহার
আশাতীত আহ্বানে জানায় অতীতের বিহ্বল সুরেলা বাণী।


অপরূপ সুন্দর মায়াময় পবিত্র দিনের শুভেচ্ছা নিয়ে
তিলক ঠোঁটের ঝিলমিল হাসি ঝরিয়ে
চুপিসারে বলে গেল- 'বন্ধু'
আজ তোমার "শুভ জন্মদিন"


আমি জীবনের রোদপোড়া করিডোরে নিশ্চুপ দাঁড়িয়ে
ভেজা চোখের পলকে আঁকি ---
ধূসর অতীতের ক্যানভাসে ভবিষ্যতের ধোঁয়াশা আল্পনার পথচ্ছবি ---
__________________
জন্মকাল:অর্ধ রজনী ১১.৫০ মিনিট
১'লা ফেব্রুয়ারি শুক্রবার ২০১৯ খ্রিষ্টাব্দ
১৯'ই মাঘ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®