দীর্ঘ নিঃসঙ্গ আঁধার স্তব্ধ রাতের আকাশে
তোমার বিছানো আঁচলের ছায়ায়
বুনেছি ধূসর স্বপ্নের বাক্যহীন পাণ্ডুলিপি
উর্বশী সময়ের হাতে হাত রেখে  
বিকেলের উঠোনে আহাজারি করে
অভিমানী ছায়াঘেরা জানালার আড়ালে।


সময়ের ঘুমন্ত শিয়রে রেখে এসেছি
বিকেলের ঝরা পলাশ ফুলের মালা
অভিলাষী আকাশের দ্বারে করাঘাত করে
সায়াহ্নের ক্লান্তি নিয়ে মধুর বিদায় ক্ষণে
সূর্যকে ডুবে যেতে দেখেছি দিগন্তের গভীর আঁধারে  
দ্বিধান্বিত স্বপ্নের বিষাদময় অনুকূলে একাকী দাঁড়িয়ে।


ধীরে ধীরে নৈঃশব্দের তলদেশে ডুবে যায়
বর্ণহীন বৃষ্টি ভেজা আমার বিবর্ণ রঙধনু পানসী,
সবুজ পাতায় সাজানো স্বপ্নময় ভূবন
মুহূর্তের নোনাঝরা অভিমানী শব্দের আঁচড়ে
চৈত্রের ফাটল ধরা পোড়াভূমি হয়ে যায়
শামুক অবয়ব লুকানো অনন্তের অন্তরে।


বিরহের নিশ্চুপ প্রান্তে হাতছানি দিয়ে ডাকে
জীবন সমীকরণে, নির্বাক মিলন প্রহরে
অঙ্গে অঙ্গে মিলে মিশে হৃদয় হৃদয়ে জড়িয়ে
সন্ধ্যার ছাদনাতলায় দেখি মৃত্যুর কাব্যিক ছায়ায়।  
____________________
Saturday 05 August 2017
শনিবার ২১ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®