সেই চিরচেনা শহরটা আজ অচেনা লাগছে
হিমঝরা সকাল,রোদেলা উষ্ণ দুপুর,
অলসতায় ভরা হলুদ বিকেল,
হেমন্তের পাতা ঝরা সন্ধ্যা
রঙিন বাতিতে রাঙানো রাত,
সব আগের মতোই আছে।


শুধুই বদলে গেছি আমি
সময়ের নিষ্ঠুরতার করাঘাতে
পার্কে কাঠের শূন্য বেঞ্চগুলোতে
এখনো রাখা আছে অঢেল ক্লান্তির দাগ,
সেখানে আজো হাতছানি দিয়ে যায়
বেকারত্বের,নিঃস্বঙ্গতার প্রহর।


আবার এসে দাঁড়ালাম
পুরাতন গন্তব্যহীন পথের বাঁকে
নির্ঘুম রাতের চাদরের ভাঁজে
বেঁচে থাকার আকুতি নিয়ে
যেখানে ঘিরে থাকা স্বরহীন বিষণ্ণতা
আমাকে শুনিয়ে যায় অসমাপ্ত জীবনের গল্প।  
______________________
জন্ম সময়:অবসর দুপুর ২.২৫ মিনিট
০৩ মার্চ শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®