নীলাদ্রি মেঘের পাঁজরে নির্বাক নয়নে তাকিয়ে
অসীম অপেক্ষার প্রহরে শুধুই চুপিসারে
সারিবাঁধা স্বপ্নের প্রলেপে
অংশুময়ী প্রণয় বাসর সাজিয়েছি কতোবার
তুমিহীন, মৌন কিশোরী সন্ধ্যায়।
ভরা যৌবনের দ্বারপ্রন্তে উঁকি দিয়ে
আঁজলা ভরা ভালোবাসার চুম্বন
বিলিয়ে দেয়ার প্রবল ইচ্ছা প্রদীপ জ্বালিয়ে
তুমি এসেছিলে নির্দ্বিধায়
বৃষ্টি ভেজা স্যাঁতসেঁতে আকাশ পেরিয়ে,
সাঁঝের কুলায় প্রসাধিত অনুরাগ নিয়ে।
আবার যদি কখনো দেখা হয় তোমার আমার
কোন কুমারী রাতের নির্জনতায়
শুনশান হিমাদ্রির প্রাচীর ভেদে
যদি তুমি নেমে আসো স্বর্গ থেকে পুনরায়
আমায় অধীর প্রতিক্ষায় পাবে
উদ্বাহু বাড়িয়ে নিষ্পলক চোখে দাঁড়িয়ে।
কোন এক ভোর বিহানে বিহঙ্গের কাকলী মাখা
আঁতুড় ঘরের আলিঙ্গনে অতন্ত্রী মুগ্ধতায়
শারীরিক প্রশান্তি লুফে তৃপ্ততার স্বাদে হারিয়ে যাবো
অস্তগামী শশির ক্লান্ত শরীরের মৌনতায়
জীবনের অস্তমিত সন্ধ্যায় অধ্যাহার প্রণয়ে।
___________________
জন্মক্ষণ: অলস সকাল ১০.১০ মিনিট
২৯ জানুয়ারি শুক্রবার ২০১৯ খ্রিষ্টাব্দ
১২'ই মাঘ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®