তোমার জন্য কখনো কখনো
মধ্য রাতে ঘুম ভেঙ্গে জেগে উঠি আমি
এক অদৃশ্য গাঢ় মমতা ঘিরে রাখে কঠিন মনের দেয়াল
তীরবিদ্ধ হরিণীর মতো আমি চিৎকার করে উঠি
হারানোর তীব্র ভয় আমাকে গ্রাস করে
গভীর থেকে আরো গভীরে
তোমার জন্য কখনো কখনো থমকে থাকে সময়
আমি রুদ্ধশ্বাসে ফিরে যেতে চাই
স্মৃতিভ্রষ্ট হীন পিছনে ফেলে
মুহূর্তে পাতকি ধরে পরাজিত ভীরুতা আমার  
সময় থেকে বেড় হওয়া কখনোই হয়ে উঠে না।


তোমার জন্য কখনো কখনো
নিঃশ্বাস ভারি হয়ে উঠে
টের পাই অস্তিত্বে মিশে থাকো তুমি  
আমৃত্যু লাগা হয়ে
যত চাই ভুলে যাবো
এক'ই টানে ছুড়ে ফেলে দেবো দূরে আরো দূরে
স্মৃতির আয়না থেকে ধুয়ে মুছে যাবে সব
বুঝি আমার অস্তিত্বেই তোমার শিকর
উপরে ফেলা যায় না কিছুতেই
আজ ভেসে গেছে সব,
ক্ষরণের রক্তে অস্তি অন্তরাত্মা কতো
জানি তোমারও ভাসে এপিঠ ওপিঠ শির হয় অবনত
__________________
অতীতের পাতা থেকে খুঁজে পাওয়া
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®