মাঝে মাঝে বিষণ্ণ মনে ভাবি কোথাও হারিয়ে যাই,
জীবন থেকে অনেক দূরে একান্তই একাকী
ভাবি, সফর থেকে ফেরার পথে নিজের অজান্তে
নেমে যাবো কোন এক অজানা গন্তব্যে,
সাথে থাকবে কিছু বিষাদময় স্মৃতি,
মুক্ত আকাশ,বিহঙ্গের মতো ডানামেলা স্বাধীনতা।


নির্জন পথের ধারে যখন প্রবল বৃষ্টি হবে মেঘের বুক বিদীর্ণ করে,
তখন ল্যাম্পপোস্টের আধো আলোতে দাঁড়িয়ে-  
ঝরা পাতার বুকের গভীরে রংধনুর আলপনা দেখবো।
দূর্বাঘাসের ভেজা আবরণের স্নিগ্ধতা পায়ে মেখে,
বসবো গিয়ে নদীর পারের কোন ব্রিজের রেলিং এর উপর,
উদাসীন চোখে দেখবো সোনালি ভোরের রক্তিম সূর্য।


যাত্রীবাহী কোন বাসের সিটে ইচ্ছে করে ফেলে যাবো,
জীবনের সব অনৈক্য হিসেবের খাতা,অপ্রাপ্তির পাণ্ডুলিপি,
নিজেকে মুক্তি দেবো সহসা আটকে পড়া  
প্রেম নামক মনোলোভা কথামালার মায়াজাল থেকে,
কোন পাহাড় চূড়ায় বসে করবো হৃদয় থেকে হৃদয়ের আত্মধ্যান।


এক অচেনা বর্ষাভোরে আধো ভেজা বিছানায় শুয়ে,
শুনবো পালক ভেজা পাখিদের আর্তনাদ,
বৃষ্টির গান শুনবো শব্দহীন নৈঃশব্দ্যের আঙিনায়,
হারিয়ে যাবো রহস্যময় পৃথিবীর অজানা রহস্যের আড়ালে,
আমি ভাবছি একবার হারিয়ে যাবো এভাবে।
______________________  
উপলদ্ধিঃ বৃষ্টি ভেজা সকাল ১০.৩০ মিনিট
১৪ সেপ্টেম্বর বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
৩০ -ই- ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
১৮ -ই সফর ১৪৪৪  হিজরী  
মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে
©️ Copyright সংরক্ষিত ®