সন্ধ্যার আকাশে মেঘ সারথি হয়ে এসে
ভিজিয়ে দিলে আমার হৃদয়
আঁচলে এক আকাশ তারার মিছিল সাজিয়ে
জোনাকির বুকের পিদিমের মৌনতায়
শুভ্র বিছানার ভাঁজে মৌ'মৌ প্রেমের ঘ্রাণ ছড়িয়ে
কথার জালে কামনার আতসবাজি জ্বেলে
কৃষ্ণচূড়ার রক্ত আবীর মায়াবী অধরে লুকিয়ে
নিবিড় সন্ধ্যায় মেতে উঠবে প্রেম প্রতিযোগিতায়
হয়তো ইচ্ছে করেই হেরে যাবে তুমি
প্রতিদানে প্রেমের কণ্ঠে সুরভী মালার আশায়।


আমিও কিন্তু রিক্ত হাতে ফেরাবো'না তোমায়
স্বপ্ন পাতায় সাজাবো হৃদয়ের সবুজ ভূবন
হারিয়ে যাওয়া গানের কলি হয়ে কল্পনার গুঞ্জনে
চন্দ্র তিথির পুষ্প হয়ে ভোরের বিনোদন হয়ে
সূর্যদাহে মনভাঙ্গা অলস বিকেলের বুকে
রক্তচন্দন তিলক এঁকে দেবার আকাঙ্ক্ষা নিয়ে
দৃষ্টি জানালায় শব্দের অনুরণের উত্থান পতনে
শব্দের আলিঙ্গনে বেঁধে বিমুগ্ধ অবলোকনে
ফেলে আসা টুকরো স্মৃতির পাতার ভাঁজে ভাঁজে
অমর হবে তোমার আমার প্রেমের কবিতা।
__________________
Thursday 22 Jun 2017
বৃহস্পতিবার ৮ আষাঢ় ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®