আশ্রয় খুঁজি !
সত্যি আমরা আশ্রয় খুঁজি!
একান্ত নিজের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা আশ্রয় খুঁজি।


কখনো খুঁজি মমতা মাখা মায়ের আঁচলে জড়িয়ে
কখনো খুঁজি ঘামে ভেজা বাবার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে
কখনো খুঁজি ভালোবাসার আবীর মেখে নয়নে  
কখনো খুঁজি একান্ত আপন জনের বুকের উষ্ণ প্রেমের আশ্রয়  
কখনো খুঁজি প্রেয়সীর ঠোঁটের রক্তিম আভায়
কখনো খুঁজি প্রিয় স্বামী’স্ত্রীর হাসি মাখা মধু আলিঙ্গনে।


কখনো খুঁজি জীবনের শেষ বেলার গোধূলির  অলিন্দে দাঁড়িয়ে  
কখনো খুঁজি অতীতের ক্যানভাসের আঁচড়ে উঁকি দিয়ে
কখনো খুঁজি অতৃপ্ত বাসনার সাগরে কল্পনায় ভেসে একাকী।
কখনো খুঁজি নুয়ে পড়া কোমরে শ্রান্ত জীবনের নিভৃত দ্বার পেরিয়ে  
কখনো খুঁজি কবর বা স্মশান যাত্রায় একান্ত আপন কাঁধের প্রত্যাশায়
কখনো খুঁজি আড়াই হাত মাটির গভীরে বা চিতার লেলিহান শিখায়।


আশ্রয় খুঁজি !
সত্যি আমরা আশ্রয় খুঁজি !
একান্ত নিজের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজি
আমরা  আশ্রয় খুঁজি জীবনের প্রতি পদে পদে,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দায়মুক্ত আশ্রয় খুঁজি।
কেউ খুঁজে পায় কেউ তলিয়ে যায় নির্মম অবহেলার গহ্ববরে।
______________________
রচনাকাল: বৃষ্টি ভেজা সকাল ৭.৫০ মিনিট
২৬ নভেম্বর শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ
১১-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
২১-ই  রবিউল আখির ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত