যদি কখনো ভোরের শুভ্র আকাশ শূন্য দেখো
শুধু একবার আমায় ডেকো
আমি ভোরের তারা হয়ে জ্বলবো অনন্তকাল তোমার নয়নে


যদি কখনো জীবনের বাঁক নেয়া মোড়ে খড়কুটোর মত থমকে যাও
শুধু একবার আমায় ডেকো
আমি প্লাবন হয়ে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবো সুখের অজানায়


যদি তোমার অপূর্ণ কোনো স্বপ্ন থাকে এই জীবনে
শুধু একবার আমায় ডেকো
তোমার আকাশে সাদা মেঘের ভেলা হয়ে সব স্বপ্ন পূর্ণ করে দেবো
যদি কখনো আমাকে অনুভব করতে ইচ্ছে করে
শুধু একবার আমায় ডেকো
আমি তোমার আঙিনার হাস্নাহেনা ঘ্রাণ হয়ে তোমায় জড়িয়ে নেবো


যদি কখনো বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার ভালো লাগে
শুধু একবার আমায় ডেকো
আমি তুমুল মুষলধারে বৃষ্টি হয়ে ঝরে যাবো তোমার উঠোনে


যদি কখনো অবিরাম ঝর্ণাধারা তোমার ভালো লাগে
শুধু একবার আমায় ডেকো .
আমি নায়েগ্রার জলপ্রপাত হয়ে অনাবিল ঝরবো তোমার কাননে


যদি সাগর জলে পা ভিজাতে ইচ্ছে করে,পাড়েই দাঁড়িয়ে
শুধু একবার আমায় ডেকো
আমি ঢেউ হয়ে এসে তোমার নূপুর যুগল ভিজিয়ে দিয়ে যাবো ।


যদি কখনো তোমায় খুব বিষণ্ণতা গ্রাস করে
শুধু একবার আমায় ডেকো
বিমুগ্ধতার অয়ন হয়ে এসে তোমাকে উজ্জিবিত করে যাবো


যদি খেয়ালি মনে শেষ বিকেলে হারিয়ে যেতে ইচ্ছে করে
শুধু একবার আমায় ডেকো
শীতলক্ষ্যার পাড়ে শরতের কাশবন হয়ে তোমাকে লুকিয়ে নেবো


যদি জোনাকি হয়ে কখনো আমাকে আলো দিতে ইচ্ছে জাগে
শুধু একবার আমায় বলো
আমি প্রান্তর জুড়ে রাতের হিজল বন হয়ে তোমার অপেক্ষায় রবো
__________________
রচনাকাল: শুভ্র সকাল ৭.৪৫ মিনিট
২৬ এপ্রিল সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৩-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত
1:03 PM