তবু পাই যেন একদিন তার সন্ধান!
আমি নিজের মতই বাঁধতে পারি গান
সাধতে পারি সুর, কিন্তু শোনানোর মানুষ কই?
আমি নিজের হৃদয়ে নিজেকেই দেখি,
নিজেকেই বার বার আঁকি
তবু যেন অপেক্ষায় কার পথটি চেয়ে রই!


আমি ঐ সুর্যের দিব্যি দিয়ে বলতে পারি
একাকী আছি অনেক ভাল  
আমি পূর্ণিমার ঐ চন্দ্রিমা হতে ছিনিয়ে নেই আলো
দু'হাত পেতে মেখে নেই সারা গায়,
আমি নগ্নবেশে পিছন ফিরি
যদি কেউ অবাক হয়ে আমার দিকে তাকায়!


আমি কখনো হাসিনি বর্ষার বিলাপে-সঙ্গোপনে
কখনো কাঁদিনি বসন্তের রোদ্দুর স্নানে,
তবু তোমরা যখন কৃষ্ণচূড়ার কষ্টে রাঙ্গাও মুখ  
আমি তাকে জড়াবো বলে তার আঁচলে
নির্বাক হারাবো বলে তার কোলে
শীতের শিশিরের বিছানায় শুয়ে,ভাবি এই আমার সুখ,


আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি,
অন্যের চেয়েও বেশি, তবে ভেবে পাই না কোন সাড়া
শুধু শুনি আনমনে বিরহী চাতকের গান,
আমি নিজের বুকের সেই আমাকে খুঁজে বেরাই  
যদি সময়ের প্রয়োজনে দিয়েদেব প্রাণ
তবু যেন পাই অবশেষে আমি তার সন্ধান।
____________________
রচনাকাল: রোদেলা সদেল৯.২০ মিনিট
২৯ মার্চ সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৫-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®