একটি নিরানন্দ মাখা জীবন,
এ জীবনের নিরুদ্ধ সংজ্ঞা বড়ই কঠিন,
প্রেম ভালোবাসা অবহেলা ঘৃণা অপ্রাপ্তি হয়ে উঠে
একে একে সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ,
এলোমেলো জীবনের প্রতিচ্ছবি আঁকা হয় নির্মম আঁচড়ে
জীবনের স্বরলিপির ভাঁজে একটি আশ্চর্যজনক দুর্ভেদ্য নকশা
হাতে নিয়ে প্রতিনিয়ত আয়নায় দাঁড়িয়ে দেখি,  
নির্বাক চোখে, অবসন্ন চোখের পাতা, কপালের ভাঁজ,
বার্ধক্যের অন্তরালে নেমে আসে তপ্ত নিঃশ্বাস
ব্যর্থতার গ্লানি প্রতিবিম্বের কানায় কানায় হয় পরিপূর্ণ।


মাঝে মাঝে নয়নের কোণা ভিজে ওঠে অজান্তে একাকী
কারণে অকারণে নিজেকে ভেঙে চুরমার করি
অনায়াসে শূন্যের কোঠায় দাঁড় করিয়ে নিজের অস্তিত্ব
যখন স্মৃতিময় অভিলাষগুলো অঙ্গুষ্ঠ দেখায়
তখন টেনে ধরি বল্গাহীন জীবনের লাগাম,
কি নিদারুণ সখ্যতায় খুলে ধরে জীবনের নির্লিপ্ত খাতা
যেখানে ছিলো কত স্মৃতির ধুলো মাখা কিছু মলিন কবিতা
শত মিথ্যা আশ্বাসে ভরপুর টানাপোড়নের পাণ্ডুলিপি,
রিক্ততার প্রগাঢ় আঁধারে ঢেকে থাকা অতৃপ্ত বাসনাগুলো
রঙধনুর মোহময় পেলবে আল্পনার অলিন্দে।
  
আহা ! তবুও নিরানন্দ মাখা জীবন।
মনের অর্গলবদ্ধ নির্বাক সময়ের দিশাহীন সুবাসে ভেসে
আজো কতো সুখের স্বপ্ন দেখে জীবনের অন্তিম ক্ষণে।
_________________
রচনা:উদাস দুপুর ০২.১৫ মিনিট
২ এপ্রিল শনিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৯- এ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ
১-ই রামজান ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®