চৈত্রের সন্ধ্যা
আকাশের বুকে বিষণ্ণ রঙের কিছু মেঘ জমেছে
চিলেকোঠার বারান্দায় অর্থহীন দাঁড়িয়ে
পিছনে ফেলে আসা হাজারো শতাব্দীর পদধ্বনি
ফোঁটা হয়ে জমাট বেঁধেছে
শ্রান্ত মনের নাট্যরঙ্গ জানালায়,
মনের আকাশে কোথাও নেই কোন সপ্তসী
আঁধারের বুকে বিলীন হয়েছে জোনাকির নৃত্য
প্রজাপতি হারিয়েছে কোন এক অজানায়
নিষ্পলক চোখে উষসীর উহ্য প্রহরে
আনমনে নির্বাক তাকিয়ে থাকা
অজ্ঞাত ভবিষ্যতের প্রত্মপ্রাচীন ক্যালেন্ডারে
অতৃপ্ত মনের বাসনাগুলো
অক্লান্ত পৃথিবীর কাছে জানতে চায়
তোমার বয়স কতো
কত বসন্ত কেটেছে তোমার চুপচাপ এভাবে
মাঝে মাঝে খুব ইচ্ছে জাগে
গন্তব্যহীন কোন ট্রেনে চড়ে পাড়ি জমাতে
অজানা অচেনা বশ্যতাহীন শহরে
যেখানে উদ্বাহু বাড়িয়ে স্বাগতম জানাবে
সপ্তবর্ণা সোনালী প্রভাত
___________________
জন্মকাল: চৈত্র রজনী ১০.৪৫ মিনিট
১৭ মার্চ রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
৭'ই চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®