নিভৃত রাত্রির নিঃশব্দ রোশনাই,  
অভিমানী চাঁদ আজ ঘুমিয়ে আছে,  
কালো মেঘের দোলায় দোল খেয়ে,  
ভেসে যায় সুদূর বিষাদ-বাসর।  

নিস্তব্ধতার গভীরে শিকড় গেঁথে,  
কোন অচেনা ব্যথার নদী বয়ে যায়,  
অশ্রুর অনুবাদ জানে না সময়,  
শব্দেরও পাখা ভেঙে গেছে আজ।  

স্মৃতির অলিন্দে জ্বলে এক প্রদীপ,  
কোন নীরব প্রত্যাশার আলোকছটা,  
নক্ষত্রের নিভু নিভু সুর বাজে,  
নিস্তরঙ্গ ছায়া আকাশে মেশে।  

তবুও দূর বহুদূর নীলিমার কোলে,  
নির্বাসিত আশার আলো জ্বলে,  
তোমার ছায়া কি আজও দুলে-
এই ব্যথাতুর অস্তিত্বের মাঝে?  
_________________________
  রচনা'কাল: নীরব সন্ধ্যা  ৮.১০ মিনিট
১৩-এ মার্চ বৃহস্পতিবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
          সংশোধিত ও পরিমার্জিত  
         © Copyright সংরক্ষিত ®