মানবের আগে ছিল পৃথিবীতে কত আজব দৃশ্য
কোথাও পাথর কোথাও পাহাড় সব নিস্তব্ধ দৃশ্য
একাকী ছিলে তুমি আর তোমার একাকিত্বের ভিড়
ফেরেশতা  ছিল হাজার তবুও ছিল শূন্যতার ভিড়
পৃথিবীর বুকে কে নেবে সর্বদা এই নাম তোমার
তাই করলে সৃষ্টি মানুষ, এটাই ছিল কাজ তোমার।


দিলে জান্নাত আদম ও হাওয়াকে কিন্তু না চিরতরে
বহিষ্কার করলে গন্দম খাওয়ার ভুলে এক অবান্তরে
তুমি বলেছিলে নিজেকে তুমি রহমান ও রহিম
কোথাও বলেছো নিজেকে তুমি গাফ্ফার ও করিম
তাহলে আজ তোমার রহমানির দ্বার বন্ধ কেন
মানুষ আর মানুষের মনে অবাঞ্চিত দ্বন্দ্ব কেন।


তোমার নামে পথে ঘাটে এভাবে মরছে কারা
তোমার কা'বাকে সেজদা দিয়ে সাজিছে কারা
তোমার কোরআন কে বুকের মাঝে রেখেছে কারা
তোমার নামে তলোয়ারের ধারে নির্ভয়ে হেঁটেছে কারা
তুবুও তোমার অভিযোগ, আমাদের প্রাপ্য রহমত নয়
তুমিও তো বলো তুমি দয়ার সাগর কিন্তু দিলদার নয়।


তুমি দিয়েছো সব অনার্যোচিতদের নিয়ামতে হুর
আর দিয়েছো মুসলমাদের শুধুই প্রতিশ্রুতি'এ হুর
জামে শরাব সবই জান্নাতের বলা খানায় হাজির
ভ্রমপূর্ণদের তুমি দিয়েছো করে এই হায়াতে হাজির
তুমি কেমন রহমান,ভাগাভাগিতে রাখোনি স্বচ্ছলতা
মুসলিম পেল শুধুই আঁধার অন্যরা পেল উজ্জ্বলতা।


এ কেমন দয়া দান তোমার এই পৃথিবীর বুকে
কেউ করে সুখ কেউ মরে পথে ঘটে অসহ্য দুঃখে
তুমি কি রহমান ও রহিম সমভাগে সবার জন্য নও
তুমি কি সর্বদা শুধুই ভোগবিলাসীদের সহায় হও
জানতে চাই আমি তোমার কাছেই একান্ত ভাবে
উত্তর আমি চাই, ফিরে যাচ্ছি না আমি এভাবে।
____________________
সোমবার ৩০ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
Monday14 August 2017 খ্রীস্টাব্দ
al-aḥad ২২ জিলকদ 1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®