বিবর্ণ হয়েছি এই রক্তিম অপরাহ্নে
গোধূলির সোনারঙ, অস্পষ্ট কিছু স্বপ্ন
নির্বোধ পথটাও হারিয়ে অজান্তে,  
অদ্ভুত পান্থনীল কারাগারের আঁধারে
শত অভিমান কেঁদে কেঁদে উঠে
ব্যথার বিছানায়,শ্রাবণের বৃষ্টি ভেজা রাতে,


স্নিগ্ধ স্বপ্নমাখা প্রহরগুলো দিয়ে যায়
মহুয়ার মাতাল হাওয়ায় নিরেট প্রবঞ্চনা।


চুপটি মেরে বসে থাকি এক নীরবে
ফিরিবার পথ নাই অতীতে
ঢলে যাওয়া সন্ধ্যার বুকে চেয়ে থাকি,  
ষোড়শী ভোরের প্রতিক্ষা নিয়ে
তন্দ্রালু চোখের কার্ণিশে উঁকি দিয়ে যায়
ফ্যাকাশে কিছু হাতছানি আগামীর উচ্ছাসে,


একমুঠো সুখ খুঁজেছি বাস্তবতার দ্বারে  
ব্যর্থতার হাহাকারে,দীর্ঘশ্বাসের নীরবতায়।


জীবনের এক ক্লান্ত বিকেলে অজানা পথে
অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে হাতে
নাগরিক শহরের অস্তিকলায় শেষ প্রান্তে,  
বিভোর নয়নে উচ্ছ্বাসিত নীলিমায়  
শরতের বার্তা শুনে,হেমন্তের দরজা খুলে
স্বেচ্ছায় এসেছি পান্থনীল কারাগারে,


নিজেকে হারিয়ে ভবিষ্যতের যোগ বিয়োগে
শুধু শূন্যতা-ই করেছি অর্জন শ্রান্তির অবশেষে।
__________________
জন্ম সময়:তপ্ত দুপুর ১২.৪৫ মিনিট
৩১ মার্চ শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®