অবশেষে পরাজিত হতেই হয় নিজের কাছে
অনেকবার চেষ্টা করেছি ব্যর্থতার কারণগুলো জেনে
ছুঁড়ে ফেলে দেবো বালুকাবেলার বিস্তীর্ণ সৈকতে
মিলে যাবে হয়তো বিষণ্ণ নূপুরের ঢেউ -এ
তবুও অকর্মণ্য চলছি জীবনের সাথে সন্ধি করে
কঠিন বাস্তবতার এই অন্তে,
নির্বাক সময়ের বুকে অবুঝ মনের আল্পনা এঁকে
বৈচিত্র প্রভার অনন্যনায় সকাল সাঁঝে।
বহুবার ভেবেছি নিভৃত জানালাগুলোকে বন্ধ করে
বিচিত্র জীবনছন্দের অনুরণন তুলে তুলে
চৌচির বাসন্তী সন্ধ্যার আরাধনায়
বিষণ্ণতাকে করবো বিদায় চিরতরে
বিলীন হয়ে যাবো বাস্তবতার নীরব মিছিলে
ইচ্ছে করে ফাগুন আগুনে স্নান করে
নির্ঘুম মাঝরাতের ছায়ামানব প্রহরী হয়ে
জীবনের বিবর্ণ খাতায় লিখবো অতীতের গল্প
কৌতুহলী দৃষ্টির নিবন্ধনে নির্বিকার শব্দের আঁচরে
মনের সবটুকু মোহনীয়তা মিলিয়ে
রচিত হবে জীবনের অর্ধ লেখা চিঠির বাকী অংশ
- - - কিন্তু
সমায়ের বিড়ম্বনায় অসমাপ্তই রয়ে গেলো এখনো
হাজার প্রত্যাশা ভরা বুক নক্ষত্রকুঞ্জের  
নির্বাক মৌনতায় ভরা স্বপ্নিল প্রহেলিকায়
ভালো মন্দের ছায়াঢাকা নির্বাক ধূসর পরিণয়ে
অবশেষের বাসরে প্রাপ্য শুধুই একমুঠো পরাজয়।
___________________
জন্মকাল: শীতর রাত ১০.২৫ মিনিট
২৩ মার্চ বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
৯' এ  চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®