তুমিতো ফুলে ফুলে পরিপূর্ণ কানায় কানায়.
নদী যেমন পূর্ণতা পায় ভরা বরষায়,
তুমিতো পরিপূর্ণ পত্র পল্লব সাজে গীতে মাধুরীতে
তুমিতো পরিপূর্ণ জীবন জিজ্ঞাসায় ।


সকালের রোদে ভিজে বিকেলের শান্ত নীরে,
সন্ধ্যার মিহি আলোতে,রাতের বেদনা দুহাতে সরিয়ে,
মুক্ত শিশিরে মধুর স্নান আমার জীবন জুড়ে,
নিষ্ঠুরতা গড়েছে পরাজিতের প্রসাদ,
কন্ঠক বেদনা তীব্র দাহন জ্বালিয়েছে
তবুও শুধু জীবন মৃত্যু হইয়ে কেনো আজও বেঁছে আছি,
প্রেম বলে একটি শব্দ ছিল জানা,
পাইনি তার গন্ধ আজো ।


একাকী নিভৃত অন্ধকারে কেটেছে আমার কয়েক হাজার বছর
শুধু ফিরে গেছি সময়ের কূলে ভেবেছি অনেক,
যদিও হতে পারিনি কোনো ভবিভাবুক,
গেছি ফিরে দূর অরণ্যে কার জন্য যেন করেছি জপ তপ,
তবুও হতে পারিনি কোনো সাধক তপস্বী ।


এ পরজয়ের গ্লানি নিয়ে হাত জোরকরে করছি প্রার্থনা,  
ভিখেরি যেমন চায় ভিক্ষে দুয়ারে দুয়ারে,
কেও দেয় আবার কেও ফিরায় বিদ্রুপের হাসি হেসে,
অথচ তুমিতো ফেরনি আমাকে
এ যেন আমার পূর্ব জনমের সাধনার ফল,
উত্তর জীবনের স্বর্গ ভূবন ভূষণ
অনন্ত জীবনে প্রেমময়ী মানুষী আমার ।