কাল বৈশাখীর ঝড় দেখেছ আকাশের সীমানায়
সেই ঝর ভাঙ্গে ঘর জনপথ হয় বিরান
এমন ঝর কি তুমি দেখেছ কখনো,
যে ঝর হৃদয় ভাঙ্গে,মন ভাঙ্গে।
যখন থাক দুরে তখন আমি হইয়ে যায়
শরতের মেঘাছন্ন আকাশ, তুমি আসলে কাছে,
রক্তে জাগে ঝর, যেন কাল বৈশাখীর ঝড়।
তুমিকি দেখেছ আমাকে মুখোমুখি কখনো,
শুনেছ কি দূরাগত কারো কোনো বাঁশির সুর,
জেগেছে কি মনে ঢেউ,কাটাবে একাকী নির্জনে।
সেই সুরের সংগোপনে আঁচলে ঢেকেছ কি বুক,
যেখানে লুকানো তোমার  উদ্ভিন্ন যৌবন।
এত টুকু আঁচলে আর কত ঢাকা যায় তা,
চোখে না দেখলেও মনে তো দেখা যায়।
কখনো মনে হয় দু'হাতের পরশে অনবদ্য ভঙ্গিতে খুঁজে দেখি,
আছে কি সেখানে,তুমি না হয় রেখো চোখ দুটি বন্ধ করে,
লজ্জা পাবার ভয়ে, তারপর আনত নয়নে দেখো আমায়।
হাজার প্রশ্ন নিয়ে তাইতো ভাবি প্রতিদিন প্রতিক্ষণ,
তুমি এলে কাছে মনে হয় এই বুঝি এলো কাল বৈশাখীর ঝড়।
_________________
টি,কে,এম,আজীমি
<> <>  <> <>