পলাশ মাখা অধরে আর মেখনা রঙ
নিজের রূপ ঢেকে দিতে আর সেজনা সঙ।
আলোর মিছিলে রূপের পতাকা হাতে,
চলেছ কোনদিকে কার খোঁজে,
খুঁজে যদি নিতে হয় নাও খুঁজে নিজেকে।
সৃতির পাতা থেকে সুধায়,কেমন ছিলে কেমন আছ,
থাকবে কেমন,সময়ের সঙ্গে যুদ্ধ করেছ অনেক।
ধবল প্রহরে সুর্য জাগার আগে,
আবার না হয় নতুন যুদ্ধে নামী,
দু'জনের আছে তো ভালবাসার তরবারী।


                টি,কে,এম,আজীমি
                   <> <> <>
                   ------------