দক্ষিনের বারান্দার কার্নিশে
এলোমেলো উড়ন্ত চুলে
মেয়েটি দাড়িয়ে ছিল,
চিন্তিত মনে, সব কিছু ভুলে।


বাসন্তী রঙ শাড়ি পরা,হরিণী নয়ন,
খোপা ভরা ফুলে,
সরসী চাহনিতে চেয়ে আছে
মোর পানে লোকলজ্জা ভুলে।


অধরে তার রক্তিম গোলাপ
মাখা রং আবেশ মিলে,
রূপ করেছে দিগুন তার
কপোলের গাড়ো কালো তিলে।


ঠোঁটের কোনে দুষ্ট হাসির রেখা,
গড়েছে মায়া আলপনে
হয়তো ভরে দেবে জীবন,
ফুলে ফুলে গভীর আলিঙ্গনে।


হাতে নিয়ে রঙতুলি,
করিতেছি কথোপকথন আনমনে
স্বপনের প্রতিমা গড়ি মনে মনে  
কাগজ তুলির সঙ্গমে।
                       ----------
                         <> <>
                      টি,কে,এম,আজীমি