এসেছে বৈশাখ লেগেছে আগুন কৃষ্ণচুরার শাখায়,
বাঙালিরা আজ মরে যাচ্ছে ইলিশ পান্তার নেশায়,
শত রকমের ভর্তা আর শুকনা মরিচ ভাজা,
হাজার টাকায় কিনে খেয়ে মন করবে তাজা,
নিত্যের তালে হেলিয়া দুলিয়া আল্পনা একে মুখে,
বরণ করিবে নতুন বছর অনেক আনন্দে সুখে,
কিন্তু আজ পথে ঘটে শতশত মানুষ আহাজারে,
শরীর হয়েছে তাদের জরা জীর্ণ শুধুই অনাহারে,
মানবতা আজ লজ্জিত হচ্ছে মাঠে প্রান্তে পথে ঘটে
আমি বাঙালি কিবা আমার আসে বা যায় তাতে
আমি করিবো উত্সব গায়ে রং মেখে ঢোলের তালে
আমি মানি না মানবতা আর আজ ধর্ম কিযে বলে
--------------
টি, কে, এম, আজীমি