নির্জন রাস্তা হেঁটে
পাড় হবো দেয়াল প্রাচীর,
ক্লান্ত শরীরের নোনা গন্ধ,
মুছবো,ঘুচাবো দুঃখ বন্দিনীর।
ঐতো ওখানে উড়ে যায় নক্ষত্র চাঁদ,
জোনাকির বাশন্তী রোদের ছায়া
বিছিয়ে রেখেছে কে ঘুমহীন চাঁদ
চারপাশে দেখি নিরাকার ছায়া
কেবলই তোমার শরীর গতর,
কি চমত্কার হেঁটে যাওয়া ফিরে আশা
তোমার মোহনার ধারে জলে ভাসা
ঘুচাতে জীবনের শত ক্লেদ ধুলোবালি
তুমি পুষ্পিত হও,আমি হবো বিমলকালি ।
-------------------
টি, কে, এম, আজীমি