বাংলার পথে ঘাঁটে হাটিয়াছি আমি আদিম অনন্ত কাল
দেখিয়াছি অপরূপ শোভা,হেমন্ত,বসন্ত,বর্ষাকাল,
লভিয়াছি মেঠো পথে হেটেহেটে মমতা জড়ানো ঘ্রাণ,
শুনিয়াছি ঝোপ ঝাঁড়ের আড়ালে দোয়েলের গান,
শিশির ভেজা প্রান্তে,শষ্য শ্যামল,কোমল মায়াবী ছায়া
শুনিয়াছি সুয়ো দুয়ো রানির দুঃখ ভালবাসা মায়া,
উড়িয়েছি লাল নীল্ ঘুড়ি শরতের কালো মেঘলা আঁকাশে,
দেখেছি সাদা মেঘ উড়ে যায় জ্যোৎস্নার বাতাসে,
ভাসিয়েছি মোচারখোলার তরী,বর্ষার হাটু ঘোলা পানিতে,
কুড়িয়েছি শীলপরা বৃষ্টিতে,ঝরা আম মনের উল্লাসেতে,
বাংলার এই অপরূপ রূপ শোভা লভিয়াছে জীবনে একবার,
ধন্য তার জীবন, ধন্য তার জন্ম পৃথিবীতে বার বার.
----------------
টি,কে,এম,আজীমি